Monday, September 1, 2014

নিরাসক্তি

সন্নাসী বক্তৃতা দিচ্ছেন-
সবার মধ্যে ঈশ্বরকে দেখার কথা,
নির্লোভত্বের কথা, ত্যাগের কথা, প্রেমের কথা
যা শাস্ত্রে বলেছে!
শ্রোতৃবৃন্দ আপ্লুত, ভাব গম্ভীর পরিবেশ।

বক্তৃতা শেষ হল,
তিনি নীচে নামলেন।
গৃহী, গরীব, না-গেরুয়া মানুষের স্পর্শ বাঁচিয়ে
উঠলেন শীততাপ নিয়ন্ত্রিত গাড়িতে।
পরের বক্তৃতার সময় হয়ে গেছে।


ভক্তকুল গদগদ স্বরে বলল,
দেখলে, একেই বলে নিরাসক্তি!

No comments:

Post a Comment