Thursday, September 11, 2014

তাই কি?

তুমি ভাবো চাইলেই ভালবাসতে পার
যাকে খুশী
       যখন খুশী
               যেমন খুশী।

বোকা তুমি
        চাইলেই ভালবাসা যায় না
                ভালবাসার ভাণই করা যায় শুধু।

জানো তুমিও
        মানতে চাও না
                ভাবো, ভাণটাই তো বেশ।


এতটাই অহংকার তোমার!

No comments:

Post a Comment