বাচ্চাটা যখন ওর ভাইকে কোলে নিয়ে
ভিক্ষা করছিল-
আমি তখন ট্রেনে জানলার ধারে
একটা জুতসই সিট খুঁজছিলাম।
ভিক্ষা করছিল-
আমি তখন ট্রেনে জানলার ধারে
একটা জুতসই সিট খুঁজছিলাম।
যখন ওরা নেমে যাচ্ছিল-
আমি তখন সান্ধ্য পেপারে
একটা ধর্ষণের খবর মন দিয়ে পড়ছিলাম।
আমি তখন সান্ধ্য পেপারে
একটা ধর্ষণের খবর মন দিয়ে পড়ছিলাম।
হঠাৎ স্টেশানে শুনলাম চীৎকার,
কাকে যেন প্রকাশ্যে গুলি করেছে কারা!
আমি বাদামওয়ালার সাথে ঝামেলা
শুরু করলাম, ব্যাটা সব মিয়ানো বাদাম!
কাকে যেন প্রকাশ্যে গুলি করেছে কারা!
আমি বাদামওয়ালার সাথে ঝামেলা
শুরু করলাম, ব্যাটা সব মিয়ানো বাদাম!
স্টেশানে নামলাম, ঘেমে নেয়ে একশা, ভ্যাপসা গরম।
কে যেন আত্মহত্যা করেছে বলল ওদিকে,
উফ্, কি ভিড়! এখন একটা রিকশা পেলে হয়!
কে যেন আত্মহত্যা করেছে বলল ওদিকে,
উফ্, কি ভিড়! এখন একটা রিকশা পেলে হয়!
ফিরবার সময় রিকশাওলা বলল,
আজ নাকি সারা দুপুর খুব বাজ পড়েছে, বৃষ্টিও হয়েছে খুব।
বাজ পড়ে একটা বাচ্চাও নাকি মারা গেছে।
বুকটা ধড়াস করে উঠল!
এ বাবা, টিভিটার প্লাগটা খুলেছিলাম তো!
আজ নাকি সারা দুপুর খুব বাজ পড়েছে, বৃষ্টিও হয়েছে খুব।
বাজ পড়ে একটা বাচ্চাও নাকি মারা গেছে।
বুকটা ধড়াস করে উঠল!
এ বাবা, টিভিটার প্লাগটা খুলেছিলাম তো!
No comments:
Post a Comment