আমার ঠোঁটের কাছে ঠোঁট এনে ফিরে গেলে
বললে, মাজনটা পাল্টাও।
বললে, মাজনটা পাল্টাও।
আমায় জড়াতে গিয়েও সরে গেলে
বললে, সাবানটা পাল্টাও।
বললে, সাবানটা পাল্টাও।
যে শাড়িটা দুবছর আগে জন্মদিনে এনেছিলে-
পরলাম।
বললে কি বিচ্ছিরি রঙ এর!
পাল্টাও!
পরলাম।
বললে কি বিচ্ছিরি রঙ এর!
পাল্টাও!
আসলে সমস্যাটা মাজনে, সাবানে বা শাড়ির রঙে না, আমাতে।
তুমি পাল্টে যাচ্ছ,
তাই আমায় বলতে চাইছ
সরে যাও অথবা পাল্টাও।
তাই আমায় বলতে চাইছ
সরে যাও অথবা পাল্টাও।
আমি বুঝি।
No comments:
Post a Comment