খুব নামী প্রাইভেট হাসপাতাল।
হার্টের যে অপারেশনটার দরকার ছিল না,
ডাক্তার সেটাই করলেন।
ডাক্তার সেটাই করলেন।
বাড়ি এসে, একগাল হেসে, স্ত্রীকে বললেন,
আমরা ট্যুরটাই যেতেই পারি।
বউ বাচ্চা নেচে উঠল- হুর্ রে!
আমরা ট্যুরটাই যেতেই পারি।
বউ বাচ্চা নেচে উঠল- হুর্ রে!
অসুস্থ মানুষটার ছেলে বাড়ি এসে জানালো,
বাবার অবস্থা খুব ক্রিটিক্যাল।
বাড়িতে নামল উদ্বেগের ছায়া!
বাবার অবস্থা খুব ক্রিটিক্যাল।
বাড়িতে নামল উদ্বেগের ছায়া!
কদিন পর-
ডাক্তার বেরোলেন পরিবার নিয়ে এয়ারপোর্টের দিকে।
ছেলে বেরোলো বাবার শবদেহ নিয়ে শ্মশানের পথে।
ডাক্তার বেরোলেন পরিবার নিয়ে এয়ারপোর্টের দিকে।
ছেলে বেরোলো বাবার শবদেহ নিয়ে শ্মশানের পথে।
একটা ক্রসিং-এ দুটো গাড়ি দৈবে হল মুখোমুখি
তারপর?
দুজনেই দুজনকে করল উপেক্ষা-
একজন, অবিশ্বাসে,ঘেন্নায়
একজন, আত্ম-গরিমায়, পদ-মর্যাদায়।
একজন, আত্ম-গরিমায়, পদ-মর্যাদায়।
সমাজ চলল এগিয়ে সময়ের হাত ধরে।
No comments:
Post a Comment