Sunday, February 7, 2016

নীলাভ ব্যাথা



ওর ক্ষুদ্র বুকের কোণে 
    ছোট্ট এক টুকরো সুখ
তোমার অসীম প্রেমে কাঁদবে বলে 

             হয়েছে উন্মুখ 


তাই অসীমের সব ব্যাথা
  ওর ছোট্ট বুকে এঁকে দিল
       নীলাভ প্রেমের গাথা


(Pritam এর তোলা এই অপূর্ব ছবিটা)

No comments:

Post a Comment