এক মুঠো জোছনা চুরি করে
সিঁড়ি দিয়ে পা টিপে টিপে
তোমার ঘরের দরজায় এসে দাঁড়ালাম
সিঁড়ি দিয়ে পা টিপে টিপে
তোমার ঘরের দরজায় এসে দাঁড়ালাম
তুমি বললে -
মোছা মেঝে, একটু দাঁড়াও
জলটা শুকিয়ে যাক আগে
মোছা মেঝে, একটু দাঁড়াও
জলটা শুকিয়ে যাক আগে
বাইরে দাঁড়িয়ে রইলাম নির্বাক
মুঠোর ভিতর ছটফট করা জোছনা
বুকের ভিতর ধড়ফড় করা ভীত হৃৎযন্ত্রটা
পাছে দমবন্ধ হয়ে মরে যায় জোছনাটা!
মুঠোর ভিতর ছটফট করা জোছনা
বুকের ভিতর ধড়ফড় করা ভীত হৃৎযন্ত্রটা
পাছে দমবন্ধ হয়ে মরে যায় জোছনাটা!
অপেক্ষার সময় গলে
আমার হাত থেকে
পড়ল জোছনা চৌকাঠে
তোমার চৌকাঠে
চুঁইয়ে চুঁইয়ে
আমার হাত থেকে
পড়ল জোছনা চৌকাঠে
তোমার চৌকাঠে
চুঁইয়ে চুঁইয়ে
জল শুকালো।
আমি ঢুকলাম, জোছনা ডিঙিয়ে
ঘরের দেওয়ালগুলোকে পাহাড়
আর ছাদটাকে আকাশ করতে
আমি ঢুকলাম, জোছনা ডিঙিয়ে
ঘরের দেওয়ালগুলোকে পাহাড়
আর ছাদটাকে আকাশ করতে
পারলাম না।
বাধ সাধল জোছনা গলা
এক চৌকাঠ অভিমান
এক চৌকাঠ অভিমান
এটা এমন ভাল; আমি বলতে পারিনা...
ReplyDeleteঅনেকধন্যবাদ
লেখাটিকে অনেক ভালবাসা
ভালো থাকবেন