Friday, October 28, 2016

যদি

যদি নিন্দা করতে চাও তো
      শুধু বৃন্ত বা কুঁড়ি হলেও হবে
            তারা অসুন্দর, অনাকর্ষণীয়

যদি প্রশংসা করতে চাও তো
  শুধু রঙীন পাঁপড়ির শোভা হলেই হবে
             তারা সুন্দর, আকর্ষণীয়

যদি বুঝতে চাও
   তবে সম্পূর্ণকে দেখো
      কুঁড়ি হয়ে বৃন্তে ফোটা ফুল

No comments:

Post a Comment