সাহিত্য জগতে অনেক পারিজাত, পদ্ম, গোলাপ ফুটে আছে। আমি আমার আগাছা ভরা বাগানে কিছু বনফুল ফুটিয়ে রাখলাম। আগাম ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালাম যদি পথ ভুলে কেউ এ বাগানে এসে থাকেন।
Tuesday, November 1, 2016
ভাইফোঁটা
খেলার ঘরে আবার ডাক
বুকের ভিতর চিচিংফাঁক পুরোনো দিনেরা নতুন জামায় পুরোনো খিদে আবার থালায় চুলে পাক, মন আরো কড়া পাক যারা গেছে চলে মনে দেয় ডাক কপালেতে জমা আদরের দাগ বুকে নেমে আসে ধরাধরি হাত নতুন সকাল নতুন দিন প্রাণ শুধে চলে স্নেহের ঋণ
No comments:
Post a Comment