ফেরৎ চেয়ো না
প্রতিচ্ছবিরা আয়না দেখে না
একলা হতে হতে গাছের শিকড় মাটি পায়
ডুবন্ত সূর্য পায় দিগন্তরেখার আলিঙ্গন
ডুবন্ত সূর্য পায় দিগন্তরেখার আলিঙ্গন
তুমিও পাবে
একলা হতে হতে কারোর হাত আরো একলা করবে
ঘুমন্ত পাখির শ্রান্ত ডানার গন্ধে জাগা -
একলা নীড়ের মত
একলা হতে হতে কারোর হাত আরো একলা করবে
ঘুমন্ত পাখির শ্রান্ত ডানার গন্ধে জাগা -
একলা নীড়ের মত
ছবিঃ শুভজিৎ মন্ডল
No comments:
Post a Comment