Saturday, February 25, 2017

একলা


ফেরৎ চেয়ো না
  প্রতিচ্ছবিরা আয়না দেখে না

একলা হতে হতে গাছের শিকড় মাটি পায়
    ডুবন্ত সূর্য পায় দিগন্তরেখার আলিঙ্গন

তুমিও পাবে
    একলা হতে হতে কারোর হাত আরো একলা করবে
            ঘুমন্ত পাখির শ্রান্ত ডানার গন্ধে জাগা -
                                    একলা নীড়ের মত

No comments:

Post a Comment