বিষাক্ত সাপ চেনার তাও নাকি কিছু কৌশল আছে। কিন্তু বিষাক্ত মানুষ...যাক গে,
স্বয়ং ভগবানই যখন চিনতে পারেননি সৃষ্টির আগে। কি করে জানলাম? আরে নিজের থাকার ঘরে মানুষ
একটা আরশোলাও সহ্য করতে পারে না, সাথে সাথে ঝেঁটিয়ে মারে, সেখানে বিশ্বস্রষ্টার সারা
পৃথিবীজুড়ে এত বিষ...সহ্য করেন কি করে? এক যদি না নিরুপায় হয়ে গিয়ে থাকেন কিম্বা দল
বদলান...বলা যায় না, ভক্তদের যা সব চরিত্তির বাপ..যাকে ভজে হচ্ছে এ সব, তাঁর না জানি
কি মতিগতি...
No comments:
Post a Comment