Wednesday, March 21, 2018

বিশ্বকবিতা দিবস



====
আমার চেতনায় আড়াল থাকা কিছু শব্দ
এক্কাদোক্কা খেলছে

আমি বাইরে থেকে আওয়াজ শুনি ওদের
ছোট্টছোট্ট পায়ে চলাফেরার আওয়াজ
হুড়মুড় করে বুকের উপর চলে যাওয়ার অনুভবও পাই

ছুঁতে পারি না
আসলে ছুঁতে চাই না
সারাদিন অনেক ময়লা ঘাঁটা হাতে ওদের ছুঁতে চাই না

কিছু শব্দ থাক
কবিতার জন্য রাখা
নয়ত জমে থাকা দীর্ঘশ্বাসেরা বোবা হবে চিরটাকাল


===
দেওয়ালে ঘুণ লেগেছে?
ছাদের কোণে চিড় লেগেছে?
হতে পারে
 
কিম্বা এটাই হয়ত ভবিতব্য ছিল
মনের এদিকটাতে এলে না তো কখনও

কারণ তোমার কবিতার বইগুলোতেও ধুলো জমছে যে!


===
আমার কবিতা আছে
 
তাই কোনো ভৌগলিক ধর্ম নেই

আমার কবিতা আছে
তাই কোনো ভৌগলিক ঈশ্বর নেই

আমার কবিতা আছে
তাই কোনো ঐতিহাসিক নীতিমালা নেই


===
শুনেছি পুরাকালের আগে নাকি শুধু নারী ছিল
আকাশ, বাতাস, মাটি, আগুন, জল -
 
    এরা সব নারী ছিল
এমনকি সূর্য তারা চাঁদও

তাদের কল্পনায় পুরুষ জন্মেছিল
তার হৃৎপিণ্ডে কোনো নারীই নাকি করেছিল প্রাণের সঞ্চার
মস্তিষ্কের কোষে কোষে রেখেছিল স্মৃতিরত্নপেটিকা

পুরুষের শরীরে নারীর স্পর্শ ঘ্রাণ আজও
  তার নাভিতে, তার প্রতীকী স্তনবৃন্তে
 
তার চিন্তায়, আকর্ষণে, আবেগে,
 
    সেই প্রাচীন সৃষ্টি রহস্যের অন্ধকার - তার কাম
  সে নারীকে চায়
আসলে কোনো নারীর গভীর তৃষ্ণার উত্তর সে
  কামের উন্মত্ত আবেগে না, সৃষ্টির অব্যক্ত যন্ত্রণায়

পুরুষের স্রষ্টা সেই নারী
   সমস্ত সৃষ্টির আদি রহস্য যার জরায়ু
      তার আত্মমগ্ন সৃষ্টি কামনা যার ছন্দ নিয়ামক
   এ বিশ্ব সংসারের আদি কবি
          ঈশ্বর অধিষ্ঠিত জরায়ু - নারী

No comments:

Post a Comment