দোকানির সাজানো লাটাই, মাঞ্জা দেওয়া সুতো,
ঘুড়ি - ছ'বছরের চোখটায় টাটাচ্ছিল।
মা বললে, এখন থাক
(নীরবতা বলল, এখন পারব না)
(নীরবতা বলল, এখন পারব না)
ছেলেটা বলল, কিন্তু আমাদের ছাদে যে খুব হাওয়া!
(চঞ্চলতা বলল, এ সব যে আমারই জন্য রাখা!)
(চঞ্চলতা বলল, এ সব যে আমারই জন্য রাখা!)
No comments:
Post a Comment