সাহিত্য জগতে অনেক পারিজাত, পদ্ম, গোলাপ ফুটে আছে। আমি আমার আগাছা ভরা বাগানে কিছু বনফুল ফুটিয়ে রাখলাম। আগাম ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালাম যদি পথ ভুলে কেউ এ বাগানে এসে থাকেন।
Sunday, August 12, 2018
১৭৬
জীবন সত্যের থেকে কিছুটা বেশি তা বলে সে মিথ্যা নয় শুধু সত্যের থেকে কিছুটা বেশি
যেমন জ্যোৎস্না কিছুটা বেশি চাঁদের থেকে জোয়ার খানিক ছাপিয়ে থাকে নদীকে
No comments:
Post a Comment