সাহিত্য জগতে অনেক পারিজাত, পদ্ম, গোলাপ ফুটে আছে। আমি আমার আগাছা ভরা বাগানে কিছু বনফুল ফুটিয়ে রাখলাম। আগাম ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালাম যদি পথ ভুলে কেউ এ বাগানে এসে থাকেন।
Friday, September 21, 2018
১৮৩
যে কথা বলোনি কোনোদিন
আজ নতুন করে বলতে চেয়ো না স্রোতে ভাসানো কাগজের নৌকা কোন বাঁকে অদৃশ্য হয়েছে মনে নেই আর
বেশ লাগলো।
ReplyDelete