Friday, September 21, 2018

১৮৩



যে কথা বলোনি কোনোদিন
আজ নতুন করে বলতে চেয়ো না
স্রোতে ভাসানো কাগজের নৌকা
    কোন বাঁকে অদৃশ্য হয়েছে
                    মনে নেই আর

তুমি অন্য কথা বলো

(জানি না কার সৃষ্টি এ ছবি, হঠাৎ চোখে পড়ল)

1 comment: