Friday, March 29, 2019

কে বলল গো?


সময় বলল
সমাজ বলল
বাজার বলল
হিসাব বলল

ভয় বলল
লোভ বলল
সুখ বলল
যন্ত্রণা বলল

প্রেম বলল
স্নেহ বলল
করুণা বলল
ঈর্ষা বলল

তবে কে বলল গো
আমার জিভ
 
   কেবল 'আমি'র-ই কথা বলল?

No comments:

Post a Comment