মানুষ
নিরাবরণ সত্য সহ্য করতে পারে না। নির্ভেজাল মিথ্যা মেনে নিতে পারে না। তো যায় কোথায়
বেচারা?
তাই সে
কিছু একটা হতে চাইল। মনে তুলি বোলালো। কিছু একটা হল - সাধক, শিল্পী, নেতা, বিদ্বান,
দার্শনিক ইত্যাদি ইত্যাদি।
শুধু
সহজ হতে চাইল না। মানুষের মত সহজ। "আমি কিছুই না" - এই মণিমুক্তোর মত কথাটা
ধুলোর প্রাসাদের নীচে চাপা পড়ল। আর চোখে "আমি বিশেষ কিছু" কাপড় বাঁধা মানুষ
মিছিমিছি আলো খুঁজতে লাগল, ওই মণিমুক্ত কথাটাকে আড়াল করে। কেউ সে মুক্তো হাতে নিতে
গেলেই সব্বাই মিলে ধুয়ো তোলে তাই - পাগল.. পাগল.. পাগল...
No comments:
Post a Comment