Wednesday, May 13, 2020

পরিচয়হীনতা


আমাকে অপমান করেছে আমার ভালোবাসা
আমাকে অপমান করেছে আমার স্বপ্নরা
আমাকে অপমান করেছে আমার বন্ধুতা
আমাকে অপমান করেছে আমার ভালোমানুষিতা
আমাকে অপমান করেছে আমার যৌনতা
আমাকে অপমান করেছে আমার অহমিকা
আমাকে অপমান করেছে আমার অবুঝতা

আমি তবু এক পা, এক পা এগিয়ে
   লাল সিগন্যালে দাঁড়িয়ে
      সবুজ সিগন্যালের অপেক্ষা করেছি

আমাকে বাঁচিয়ে রাখছে
   আমার উদভ্রান্ত পরিচয়হীনতা


No comments:

Post a Comment