আমাকে অপমান করেছে আমার ভালোবাসা
আমাকে অপমান করেছে আমার স্বপ্নরা
আমাকে অপমান করেছে আমার বন্ধুতা
আমাকে অপমান করেছে আমার ভালোমানুষিতা
আমাকে অপমান করেছে আমার যৌনতা
আমাকে অপমান করেছে আমার অহমিকা
আমাকে অপমান করেছে আমার অবুঝতা
আমাকে অপমান করেছে আমার স্বপ্নরা
আমাকে অপমান করেছে আমার বন্ধুতা
আমাকে অপমান করেছে আমার ভালোমানুষিতা
আমাকে অপমান করেছে আমার যৌনতা
আমাকে অপমান করেছে আমার অহমিকা
আমাকে অপমান করেছে আমার অবুঝতা
আমি তবু এক পা, এক পা এগিয়ে
লাল সিগন্যালে দাঁড়িয়ে
সবুজ সিগন্যালের অপেক্ষা করেছি
লাল সিগন্যালে দাঁড়িয়ে
সবুজ সিগন্যালের অপেক্ষা করেছি
আমাকে বাঁচিয়ে রাখছে
আমার উদভ্রান্ত পরিচয়হীনতা
আমার উদভ্রান্ত পরিচয়হীনতা
No comments:
Post a Comment