সাহিত্য জগতে অনেক পারিজাত, পদ্ম, গোলাপ ফুটে আছে। আমি আমার আগাছা ভরা বাগানে কিছু বনফুল ফুটিয়ে রাখলাম। আগাম ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালাম যদি পথ ভুলে কেউ এ বাগানে এসে থাকেন।
এমনকি নিজেকেও অপমান করতে নেই
নিজেকে অপমান করলে
নিজের শৈশব ব্যথা পায়
কাঁদে ফুঁপিয়ে নিঃশব্দে
তাকে অমন ব্যথা দিতে নেই
তাই এমনকি
নিজেকেও অপমান করতে নেই
(ছবিঃ Debasish Bose)
No comments:
Post a Comment