সাহিত্য জগতে অনেক পারিজাত, পদ্ম, গোলাপ ফুটে আছে। আমি আমার আগাছা ভরা বাগানে কিছু বনফুল ফুটিয়ে রাখলাম। আগাম ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালাম যদি পথ ভুলে কেউ এ বাগানে এসে থাকেন।
সবুজের বুকে
মেঘেদের হাতেখড়ি
বৃষ্টিতে ভিজে
বেবাক দাঁড়িয়ে
দামাল সে ঘরবাড়ি
মেঘ অভিমান
আড়ালে তোমাকে
ছুঁয়ে আছে প্রাণডোরে
বাইরেই শুধু নকল আড়াল
আড়ি আড়ি আড়ি।
[ছবিঃ আদিত্য পাল]
No comments:
Post a Comment