Sunday, September 24, 2023

তুই মানুষ হ সোনার


এক পশলা সুখ

তোর প্রফুল্লিত মুখ


এক আঁজলা আলো

তোর হাতের ছোঁয়ায় এলো


এক দিগন্ত ছুটি

তোর চোখের তারায় লুটোপুটি


এক প্রার্থনা আমার

তুই মানুষ হ সোনার।

          

[PC :- Aniket Ghosh]

No comments:

Post a Comment