সাহিত্য জগতে অনেক পারিজাত, পদ্ম, গোলাপ ফুটে আছে। আমি আমার আগাছা ভরা বাগানে কিছু বনফুল ফুটিয়ে রাখলাম। আগাম ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালাম যদি পথ ভুলে কেউ এ বাগানে এসে থাকেন।
এক পশলা সুখ
তোর প্রফুল্লিত মুখ
এক আঁজলা আলো
তোর হাতের ছোঁয়ায় এলো
এক দিগন্ত ছুটি
তোর চোখের তারায় লুটোপুটি
এক প্রার্থনা আমার
তুই মানুষ হ সোনার।
[PC :- Aniket Ghosh]
No comments:
Post a Comment