Friday, October 13, 2023

মুক্তো

আজ একজন আমার সামনে আরেকজনকে বলল, তোর আংটিটার থেকে মুক্তোটা পড়ে যাবে তো, ঢিলা হয়ে গেছে....

কথাটা প্রাণে বিঁধল। খোলটা আছে। বস্তুটা নেই। মুক্তোটা পড়ে গেছে কোথায় যেন, অলক্ষ্যে। হয় তো আরেকটু যত্নের দরকার ছিল। খেয়ালের দরকার ছিল। ওই যে শূন্য গহ্বর। ওখানে মুক্তোটা ছিল।

এত দৌড়ঝাঁপের মধ্যে একটু খেয়াল রাখা, একটু যত্ন, একটু দরদ..... মুক্তোটা যেন হারিয়ে না যায়..... এই তো... এর বেশি আর কি!

No comments:

Post a Comment