সাহিত্য জগতে অনেক পারিজাত, পদ্ম, গোলাপ ফুটে আছে। আমি আমার আগাছা ভরা বাগানে কিছু বনফুল ফুটিয়ে রাখলাম। আগাম ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালাম যদি পথ ভুলে কেউ এ বাগানে এসে থাকেন।
কিছু সুখকে
আমি নির্বাচন করিনি
সে-ই আমায় নির্বাচিত করেছিল
আলোর মত
আমি তার দু-হাত ধরে বলেছিলাম
থাকবে?
আগামীকাল
কিম্বা পরশু পর্যন্ত?
"লোভী হোয়ো না"
সে বলেছিল
ঋষির মত
(ছবিঃ Debasish Bose)
No comments:
Post a Comment