সাহিত্য জগতে অনেক পারিজাত, পদ্ম, গোলাপ ফুটে আছে। আমি আমার আগাছা ভরা বাগানে কিছু বনফুল ফুটিয়ে রাখলাম। আগাম ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালাম যদি পথ ভুলে কেউ এ বাগানে এসে থাকেন।
ঢং
এ জীবন
প্রতিশ্রুতি
এই ভালোবাসা-বাসি
এই যে সামনে শুয়ে
ফ্রি হাসপাতালের বেডে
জ্ঞানহীন, স্যালাইন-বিদ্ধ
যেন যখন খুশি বলতে পারে
আসি
No comments:
Post a Comment