Thursday, December 7, 2023

নোম চোমস্কি



মানুষকে নিয়ে দল পাকাতে গেলে মানুষকে নিয়ে দল পাকাতে গেলে ছোটোকথা লাগে। ভয় সেখানে একটা বড় অনুপান। যত ভালো করে মেশানো যায় তত ভালো কাজ করে। যে যুক্তি ভয় থেকে জন্মায়, আরেক ভয়ের কাছে মাথা নীচু করে, সে খুব কাজের যুক্তি হয়। ভয়কে যতটা স্পষ্টভাবে পাওয়া যায়, অনুভব করা যায়, আর কিছুকে অতটা না। 

    আপনাকে দেখি, কি অনায়াসে, কি নম্রতায় ভয়ের মুখোমুখি হতে পারেন। হতে শেখান। সাধারণ মানুষকে বলেন, জাগো। ভয় থেকে জাগো। মুখোমুখি হও। কোনো প্রোপাগাণ্ডায় বিশ্বাস কোরো না। 

   আর একটা জিনিস দেখি, কি সহজলভ্য করে রেখেছেন নিজেকে। অতি সাধারণ মানুষের সঙ্গেও কি অনায়াস আলাপন আপনার। সক্রেটিস যেমন ভরা বাজারে সবার সঙ্গে কথা বলে চলেছেন, আপনিও বলে চলেছেন। 

   আপনাকে নিয়ে বলার শেষ নেই। আপনার কাছে আমার মত অতি সাধারণ লক্ষ মানুষের ঋণের শেষ নেই। আপনি ভালো থাকুন। শুভ জন্মদিন, নোম চোমস্কি। লাগে। ভয় সেখানে একটা বড় অনুপান। যত ভালো করে মেশানো যায় তত ভালো কাজ করে। যে যুক্তি ভয় থেকে জন্মায়, আরেক ভয়ের কাছে মাথা নীচু করে, সে খুব কাজের যুক্তি হয়। ভয়কে যতটা স্পষ্টভাবে পাওয়া যায়, অনুভব করা যায়, আর কিছুকে অতটা না। 

    আপনাকে দেখি, কি অনায়াসে, কি নম্রতায় ভয়ের মুখোমুখি হতে পারেন। হতে শেখান। সাধারণ মানুষকে বলেন, জাগো। ভয় থেকে জাগো। মুখোমুখি হও। কোনো প্রোপাগাণ্ডায় বিশ্বাস কোরো না। 

    আর একটা জিনিস দেখি, কি সহজলভ্য করে রেখেছেন নিজেকে। অতি সাধারণ মানুষের সঙ্গেও কি অনায়াস আলাপন আপনার। সক্রেটিস যেমন ভরা বাজারে সবার সঙ্গে কথা বলে চলেছেন, আপনিও বলে চলেছেন। 

     আপনাকে নিয়ে বলার শেষ নেই। আপনার কাছে আমার মত অতি সাধারণ লক্ষ মানুষের ঋণের শেষ নেই। আপনি ভালো থাকুন। শুভ জন্মদিন, নোম চোমস্কি।

No comments:

Post a Comment