রোগ-শোক-জরা-মৃত্যু এড়িয়ে কতদূর যাবে?
একফালি রোদের মত
কিম্বা মাটির বুকে জমা
এক আঁজলা স্বচ্ছ জলের মত
এখানে সেখানে
অল্পস্বল্প ছড়িয়ে আছে সুখ
যে সুখের শিকড় বেয়ে যাতায়াত করে শান্তিরস
অনায়াসে
এইটুকুই তো আরাম
কয়েকটা ছোটো-ছোটো পা ফেলার স্মৃতি
অসমান মাটিতে
অনায়াসে
No comments:
Post a Comment