সাহিত্য জগতে অনেক পারিজাত, পদ্ম, গোলাপ ফুটে আছে। আমি আমার আগাছা ভরা বাগানে কিছু বনফুল ফুটিয়ে রাখলাম। আগাম ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালাম যদি পথ ভুলে কেউ এ বাগানে এসে থাকেন।
আগামীকাল বইমেলায়
হাজার হাজার মানুষের ভিড়ে
আমিও হয় তো থাকতে পারি।
যদি চলতে ফিরতে হয় দেখা, হই মুখোমুখি
বইয়ের ভিড়ে, বইয়ের ফাঁকে
"এই তো তুমি"
এমন ভাবে তো ডাকতেই পারি।
সাড়া দিতে হয় দিও
নাও দিতে পারো
তবু দেখা হওয়ার প্রত্যাশা তো করতেই পারি।
No comments:
Post a Comment