সাহিত্য জগতে অনেক পারিজাত, পদ্ম, গোলাপ ফুটে আছে। আমি আমার আগাছা ভরা বাগানে কিছু বনফুল ফুটিয়ে রাখলাম। আগাম ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালাম যদি পথ ভুলে কেউ এ বাগানে এসে থাকেন।
শান্তি। শান্তি। শান্তি।
অক্রোধ। প্রেম। মৈত্রী।
আলো। বাতাস। জল।
মাটি। নীড়। পথ।
গৃহী। সন্ন্যাসী। যাত্রী।
(ছবি Debasish Bose)
No comments:
Post a Comment