শুধু এইটুকু হোক
সামনে এসে দাঁড়ালে
তোমার প্রয়োজনটাও
আমার প্রয়োজনের পাশাপাশি
প্রতিফলিত হোক
শুধু এইটুকু হোক
পাশে এসে বসলে
তোমার যা কিছু খামতি
তার পাশাপাশি
যা কিছু খামতি আমারও
তাও প্রতিফলিত হোক
শুধু এইটুকু হোক
সাহায্যের হাত বাড়াই যখন
অহমিকা না,
প্রাণে বয়ে যায়
যে প্রসন্নতার ধারা
শুধু সে শান্তিই প্রতিফলিত হোক
শুধু এইটুকু হোক
No comments:
Post a Comment