Sunday, March 10, 2024

আনন্দ পরমাদ

তার দিকে তাকিয়ে থাকে রোদ

তার দিকে তাকিয়ে থাকে গাছ

আর তাকিয়ে ডালে বসে থাকা পাখি


তার জন্যে ভেসে বেড়ায় বাতাস

তার জন্যে আকুল ফুলের গন্ধ

তার জন্য ফিরে ঘুরে আসে দিন

তার জন্য ঘুরে ফিরে আসে রাত

তার চোখের পলকে পলকে

 এত ছন্দ, এত সুর, এত আনন্দ-পরমাদ


তার মুখের উপর

    এক উদাসীন নিষ্ঠুরের বাস

তার বুকের উপর ছলনাময় নদী


সে ডাকে

    

ফিরে আসার রাস্তায় ওড়ে ধুলো

সূর্যাস্তের রঙে জাগে বিষাদ

তার স্মৃতি নিশাচরের মত জাগিয়ে রাখে রাত


ভোর হয়

তারই জন্য আবার

শিশিরভেজা ঘাসে

     তারই সুস্পষ্ট পায়ের ছাপ

No comments:

Post a Comment