Friday, March 8, 2024

গান্ধী বনাম

 এতদিন শুনেছিলাম গান্ধী বনাম আম্বেদকর। গান্ধী বনাম সুভাষ।


    এখানে দুটো ব্যক্তির মধ্যে তুলনা টানা হচ্ছে না। এখানে তুলনা টানা হচ্ছে দুটো সিদ্ধান্ত বা দুটো আদর্শের মধ্যে তুলনা। সেই নিয়ে অনেক অত্যন্ত উচ্চমানের বিতর্ক আলোচনা শুনেছি। 


   কিন্তু গান্ধী বনাম গডসে?! এটা কোনো তুলনা? প্রশ্নকর্তা সুমন আপনার রুচিকে বিস্ময়। আর প্রাক্তন বিচারপতি অভিজিৎবাবু আপনাকে আরো বিস্ময়, এই নিয়েও ভাবতে হবে? এর উত্তর হয় কোনোটাই নয় হতে পারে, বা গান্ধী হতে পারে। গডসে আদর্শ?!! যে কারণে প্রজ্ঞা ঠাকুরকে টিকিট পাওয়া থেকে বাদ দেওয়া হল, আপনি শেষে সেই মানুষের পাশে গিয়ে বসলেন? গান্ধী বিরোধীতা করুন আপত্তি নেই। কিন্তু আম্বেদকরকে নিয়ে করুন, সুভাষকে নিয়ে করুন, একটা মান থাকে তাও। বাংলার দৈন্য কি শেষে এতটা নীচে এসে ঠেকেছে?


     প্রাক্তন বিচারপতি মশায় এই ভিডিওটা একটু মন দিয়ে শুনুন। অনেক সময় অনেক জানা জিনিসও ঝালিয়ে নিতে হয়।


https://m.youtube.com/watch?si=48L_zhLp3cqWnpfA&fbclid=IwAR0h-TaZMnjiK91ab0cDyF9j49vOOIk6xw5U6JHCybGEZIu1YD2iOzh8xIY&v=zDgU7pPFLLY&feature=youtu.be

No comments:

Post a Comment