তুমি এসো না।
আমার পুরোনো কথা মনে পড়বে।
তোমার সারা গায়ে আমার ফেলে আসা দিনের গন্ধ।
আমি ভুলে গেছি -
এ বিশ্বাস ভেঙে দিয়ো না,
তুমি এসো না।
তুমি বসবে কোথায়?
সব জায়গায় নতুন চাদর কুশান পাতা।
তোমার বেমানান লাগবে।
আমিও হব অপ্রস্তুত।
তুমি এসো না।
তার চেয়ে বরং লিখে পাঠাও কিছু,
বা থাকো ফোনের আড়ালে।
আমার চোখের চোরাজলের স্রোত হোক বেআব্রু।
তুমি দেখো না।
নিজেকে আবার ভুলিয়ে নেব,
তুমি পারবে না।
তাই বলছি
তুমি এসো না।
আমার পুরোনো কথা মনে পড়বে।
তোমার সারা গায়ে আমার ফেলে আসা দিনের গন্ধ।
আমি ভুলে গেছি -
এ বিশ্বাস ভেঙে দিয়ো না,
তুমি এসো না।
তুমি বসবে কোথায়?
সব জায়গায় নতুন চাদর কুশান পাতা।
তোমার বেমানান লাগবে।
আমিও হব অপ্রস্তুত।
তুমি এসো না।
তার চেয়ে বরং লিখে পাঠাও কিছু,
বা থাকো ফোনের আড়ালে।
আমার চোখের চোরাজলের স্রোত হোক বেআব্রু।
তুমি দেখো না।
নিজেকে আবার ভুলিয়ে নেব,
তুমি পারবে না।
তাই বলছি
তুমি এসো না।
No comments:
Post a Comment