Tuesday, June 24, 2014

তবু

পাওয়ার হিসাব মেলে নি কোনোদিন,
তবু করতে হয়, অভ্যেস।
তুলনা করে শান্তি পাই নি কোনোদিন,
তবু করতে হয়, অভ্যেস।
মিথ্যা বলে শেষরক্ষা হয় নি কোনদিন,
তবু বলতে হয়, অভ্যেস।

নিজের কিছু দিতে পারলে হাল্কা লাগে জানি,
তবু পারিনি কোনোদিন, জড়তা।
যা আছে তাই মেনে নিলে শান্তি মেলে জানি,
তবু পারিনি কোনদিন, লোভ।
সোজা কথা সহজভাবে বললে মেটে গোল, জানি,
তবু পারিনি কোনদিন, ভয়।








2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. জীবনের যে বৃত্ত খুব সহজ সরল স্বাভাবিকভাবে আমরা সম্পন্ন করতে পারতাম আমাদের আপন মহিমার জোরে, তাই যেন অসম্পূর্ণ রয়ে যায় আমাদেরই জড়তা, ভয় আর লোভের দ্বারা গঠিত অভ্যাসের মূঢ়তায়...

    ReplyDelete