প্রেমকে
হতে দিয়ো না অবিশ্বস্ত
খারাপ লাগবে।
দেখবে শ্রাবণের মেঘ তোমার থেকে মুখ ফিরিয়ে,
দিঘীর জলে নিজের ছায়াকে পাবে ভয়
জল নাড়িয়ে ছবি গুলিয়ে কি পাবে?
ওর হাতের ছোঁয়ায় হয়তো পাবে উষ্ণতা
পাবে না আশ্বাস।
নিজের বিশ্বাসের কাছে হোয়ো না অবিশ্বস্ত।
দেখবে সকালের রোদ তোমার থেকে ফিরিয়ে মুখ,
পথে হাঁটতে হাঁটতে দেখবে পথ ঢাকছে ধূলোয়,
নাকে মুখে চোখে ঢুকছে ধুলো
পথ ফেলবে হারিয়ে।
তাই বলছি অবিশ্বস্ত হোয়ো না,
দুর্বল মনে ঢুকবে সন্দেহের পোকা।
ক্ষইবে, অথচ তুমি ছাড়া কেউ জানবে না।
খারাপ লাগবে।
দেখবে শ্রাবণের মেঘ তোমার থেকে মুখ ফিরিয়ে,
দিঘীর জলে নিজের ছায়াকে পাবে ভয়
জল নাড়িয়ে ছবি গুলিয়ে কি পাবে?
ওর হাতের ছোঁয়ায় হয়তো পাবে উষ্ণতা
পাবে না আশ্বাস।
নিজের বিশ্বাসের কাছে হোয়ো না অবিশ্বস্ত।
দেখবে সকালের রোদ তোমার থেকে ফিরিয়ে মুখ,
পথে হাঁটতে হাঁটতে দেখবে পথ ঢাকছে ধূলোয়,
নাকে মুখে চোখে ঢুকছে ধুলো
পথ ফেলবে হারিয়ে।
তাই বলছি অবিশ্বস্ত হোয়ো না,
দুর্বল মনে ঢুকবে সন্দেহের পোকা।
ক্ষইবে, অথচ তুমি ছাড়া কেউ জানবে না।
No comments:
Post a Comment