মন বড় গোলমেলে
কেউ তার খোঁজ পেলে
জানিও তো কোন দেশে থাকে?
কেউ তার খোঁজ পেলে
জানিও তো কোন দেশে থাকে?
ভেবে
খুঁজে সারাদিন
মাথা করে ঝিমঝিম,
কি করে যে ধরে আনি তাকে!
মাথা করে ঝিমঝিম,
কি করে যে ধরে আনি তাকে!
একবার ধরা দিলে
দোর এঁটে খিল তুলে
করে রাখি জন্মের বন্দী।
তারপর যাই হোক
নেই খেদ নেই শোক,
যত খুশি আঁটুক না ফন্দী।
সারদিন খুঁতখুঁত,
নেই তার কোন সুখ,
কি যে খোঁজে হদ্দম সারাখন।
তার পিছে ঘুরে মরে
সব কাজ আছে পড়ে,
তবু যদি বাগে আসে বাছাধন!
তাই আজ শেষ কথা,
বলে দিস পেলে দেখা,
আজ আমি হব নাকো শান্ত।
কার দিন দেখ কেনে
ময়দানে ফেল এনে,
শেষ দেখে হব আমি ক্ষান্ত।
ময়দানে ফেল এনে,
শেষ দেখে হব আমি ক্ষান্ত।
No comments:
Post a Comment