Friday, June 27, 2014

বাঁক

কখন মাটির কাছাকাছি ছিলাম, মনে পড়ে না।
পিচে বাঁধানো রাস্তা, স্ট্রিট লাইটের আলোতে
অভ্যস্ত আমার চোখ, রাতের আকাশকে বিশ্বাস করে না।
দূরের মানুষের কাছে থাকার উপায় অনেক আজ,
পাশে কে তুমি? চিনি না।
আমি কথা রাখি না। অত বোকা নাকি?
কথা দিই।
আমার মোবাইলের চার্জ তোমার কথার চেয়ে দামী,
অকারণ কথা বোলো না, আবেগ কি?
মনোবিদের কাছে যাও, না হলে খোঁজ যোগাগুরু।
নিজেকে শরীরে ঢেকে ফেলো,
ব্লাডি সেন্টিমেন্টালিস্ট!
 
সিরিয়াল দেখো, বন্ধু পাবে, আমি ব্যস্ত।
এটাই জীবন আমার। না পোষায়
 
ঝাঁপ দাও তেরো তলা থেকে, কিম্বা মেট্রোও আছে।
আমায় ছেড়ে দাও।
আমি মৃত্যুকে তিস্তার মত পাশে রেখে মোড় ঘুরে ঘুরে উঠছি
জানি না কোথায় কাঞ্চনজঙ্ঘা,
 
তবু উঠছি।
জানি না তিস্তা আমায় ডাকবে, না আমি ঝাঁপ দেব তিস্তায়।
আমি শুধু জানি, আমি উঠছি।

No comments:

Post a Comment