Sunday, June 29, 2014

পথে-রথে

আজ ভিতরে না
বাইরে এসো
তিনি পথে আজ
তুমিও পথেই নামো
দেখো ধূলোর সাথে ঘামের সাথে তাঁকে
কোনো স্তব স্তুতিতে না
আজ দুই সাগরের মিলন ক্ষেত্র, শ্রীক্ষেত্র
আজ রশি বাঁধনের না, মিলনের-
তুমি ধরবে,আমিও ধরব, ওদেরও ডাকো
তুমি তাঁকে পথে ডেকেছো
তিনি সাড়া দিয়েছেন-
এবার তোমার পালা

1 comment: