কাদা কথা বলিস না ভাই
কাদা চিন্তাও দুরেই থাক,
কাদায় শুধুই বাড়ে কাদা
বুকের কোণেই আটকে রাখ।
অনেক কাদা সংসারে ভাই
ওসব ঘেঁটে লাভ কি বল?
পাশ কাটিয়ে গা-বাঁচিয়ে
যতটা পারিস সামলে চল।
কাদার ব্যবসা আছে অনেক
তাদের পাড়া নাই-বা গেলি,
পরের কাদা ঘেঁটে ঘেঁটেই
ভরে ওদের লাভের থলি।
যেটুক ভাল মিশিয়ে আছে
কাদার থেকে নে-না তুলে,
বুকের মধ্যে প্রেমটাকে নে
বিষের জ্বালা থাক-না ভুলে।
এই ভাবেতে চললে পরে
বাঁচবে মনের অনেকখানি,
ভয় কমবে, রাগ কমবে,
পুড়বে ক্ষোভের বাসাখানি।
কাদা চিন্তাও দুরেই থাক,
কাদায় শুধুই বাড়ে কাদা
বুকের কোণেই আটকে রাখ।
অনেক কাদা সংসারে ভাই
ওসব ঘেঁটে লাভ কি বল?
পাশ কাটিয়ে গা-বাঁচিয়ে
যতটা পারিস সামলে চল।
কাদার ব্যবসা আছে অনেক
তাদের পাড়া নাই-বা গেলি,
পরের কাদা ঘেঁটে ঘেঁটেই
ভরে ওদের লাভের থলি।
যেটুক ভাল মিশিয়ে আছে
কাদার থেকে নে-না তুলে,
বুকের মধ্যে প্রেমটাকে নে
বিষের জ্বালা থাক-না ভুলে।
এই ভাবেতে চললে পরে
বাঁচবে মনের অনেকখানি,
ভয় কমবে, রাগ কমবে,
পুড়বে ক্ষোভের বাসাখানি।
No comments:
Post a Comment