সাহিত্য জগতে অনেক পারিজাত, পদ্ম, গোলাপ ফুটে আছে। আমি আমার আগাছা ভরা বাগানে কিছু বনফুল ফুটিয়ে রাখলাম। আগাম ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালাম যদি পথ ভুলে কেউ এ বাগানে এসে থাকেন।
Saturday, August 23, 2014
ভাগ্য
সেদিন ফুলের মধুর সাথে
পাঁপড়ির তুমুল ঝগড়া- কার টানে আসে প্রজাপতি,
মধু না পাঁপড়ি? মীমাংসা আর হয় না। শেষে শুধালো তারা প্রজাপতিকেই।
প্রজাপতি হাসল। বলল, "আসি তো ভাই রঙের টানেই, মধু যে পাই সে আমার ভাগ্য!"
No comments:
Post a Comment