Saturday, August 23, 2014

ভাগ্য



সেদিন ফুলের মধুর সাথে পাঁপড়ির তুমুল ঝগড়া-
কার টানে আসে প্রজাপতি, মধু না পাঁপড়ি?

মীমাংসা আর হয় না।
শেষে শুধালো তারা প্রজাপতিকেই।

প্রজাপতি হাসল।
বলল, "আসি তো ভাই রঙের টানেই,
মধু যে পাই সে আমার ভাগ্য!"

No comments:

Post a Comment