Saturday, August 23, 2014

শর্মিলাকে

চিন্তাতে তৈরি হয় ভিন্নমত
তাই যারা চিন্তা করতে পারে 

তাদের নিয়ে ভয় ওদের চিরকাল,
ওদের ছেড়ে রাখতে ভরসা পায় না ওরা
জানে তো চিন্তা বড় ছোঁয়াচে,
কিছু বেঁকে যাওয়া মেরুদন্ড যদি সোজা হয় আবার, কে নেবে সে দায়?
সোজা মেরুদন্ড নিয়ে হ্যাপা যে অনেক!
পাইয়ে দাও এটা ওটা,
তাতেও যদি না থামে অকৃতজ্ঞের দল-
ভরে দাও ফাটকে
অনশন করুক, মরুক চীৎকার করে,
কানে তুলো দাও, চোখে আঁটো ঠুলি,
শান্তি থাকবে দেশে

No comments:

Post a Comment