সাহিত্য জগতে অনেক পারিজাত, পদ্ম, গোলাপ ফুটে আছে। আমি আমার আগাছা ভরা বাগানে কিছু বনফুল ফুটিয়ে রাখলাম। আগাম ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালাম যদি পথ ভুলে কেউ এ বাগানে এসে থাকেন।
Friday, August 8, 2014
সহমরণ
জানি, আমিও মানি না, তুমিও মানো
না- সহমরণ। তবু মনে আসে তাদের কথা, যাদের উনিই সর্বস্ব,
জীবন।
সে দিন বাইশে শ্রাবণ, চেয়েছিল কি কেউ কেউ- ওঁরই সাথে সহমরণ?
No comments:
Post a Comment