কাঁটা তোল, কাঁটা তোল,
ওই দেখ আরো কাঁটা
আরো তোল, আরো তোল,
সব কাঁটা না পারিস
কিছু কাঁটা তোল তোল।
আরো তোল, আরো তোল,
সব কাঁটা না পারিস
কিছু কাঁটা তোল তোল।
ওই দেখ আগাছা, কাট কাট
আর না-
দেরি না, দেরি না
বসে শুয়ে আর না,
নিয়ে আয় কাটারি
আগাছাতে বাস না।
আর না-
দেরি না, দেরি না
বসে শুয়ে আর না,
নিয়ে আয় কাটারি
আগাছাতে বাস না।
বিষফল ওই দেখ
তুলে ফেল, তুলে ফেল,
কি দেখিস হাঁ করে?
গোড়া ধরে ঝাঁকা রে
মূল ধরে তুলে ফেল,
ওই দেখ বিষফল
ছিঁড়ে ফেল, ছিঁড়ে ফেল।
তুলে ফেল, তুলে ফেল,
কি দেখিস হাঁ করে?
গোড়া ধরে ঝাঁকা রে
মূল ধরে তুলে ফেল,
ওই দেখ বিষফল
ছিঁড়ে ফেল, ছিঁড়ে ফেল।
কি যে সুখ দেখলি
কাঁটা গাছ বুনলি,
কি যে ভোগ করলি
আগাছাই রুইলি,
কি স্বাদেতে মজলি
বিষফল ধরলি।
কাঁটা গাছ বুনলি,
কি যে ভোগ করলি
আগাছাই রুইলি,
কি স্বাদেতে মজলি
বিষফল ধরলি।
সারা গায়ে রক্ত
সারা গায়ে চাকা দাগ,
সারা পেটে জ্বালা পোড়া
একি সুখ ভেবে দেখ?
সারা গায়ে চাকা দাগ,
সারা পেটে জ্বালা পোড়া
একি সুখ ভেবে দেখ?
আর না, আর না,
স্নান সার নদীতে,
ঘাসে শুয়ে চেয়ে থাক
নীলাকাশ ওদিকে।
স্নান সার নদীতে,
ঘাসে শুয়ে চেয়ে থাক
নীলাকাশ ওদিকে।
তারপর উঠে আয়
সংসারে নেমে আয়।
চাষ কর এই বার
ধান যব ভুট্টার,
দেখ পাখি ক্ষেতেতে
শিস দেয় প্রাণেতে।
সংসারে নেমে আয়।
চাষ কর এই বার
ধান যব ভুট্টার,
দেখ পাখি ক্ষেতেতে
শিস দেয় প্রাণেতে।
আহা প্রাণ জুড়ালো
ভুতগুলো তাড়ালো,
এই ভাল এই বেশ
কানে থাক এরই রেশ।
ভুতগুলো তাড়ালো,
এই ভাল এই বেশ
কানে থাক এরই রেশ।
No comments:
Post a Comment