মাথার ভিতর আদালত,
রাম শ্যাম যদু মধু আসামী
তুমি বিচারক, তোমার মন উকিল।
সারাদিন চলছে বিচার
রায়ের পর বেরোচ্ছে রায়।
থাক না।
ভেঙে ফেলো আদালত।
বরং একটা পার্ক বানাও,
তুমিও বস, আমিও বসি - পাশাপাশি
পার্কের বেঞ্চে, আসামীর কাঠগড়ায় না।
ভেঙে ফেলো আদালত।
বরং একটা পার্ক বানাও,
তুমিও বস, আমিও বসি - পাশাপাশি
পার্কের বেঞ্চে, আসামীর কাঠগড়ায় না।
তা বলে কি বিচার করব না?
নিশ্চই করব।
নিশ্চই করব।
রাম শ্যাম যদু মধুর
মতের বিচার করো, খুব করো।
মানুষের না,
সে তো আস্ত একটা মানুষ গো,
তাকে একফালি মতের আড়ালে ঢেকো না।
তাকে বোঝার চেষ্টা করো,
কারণ, মানুষ মতামত না।
(ছবিঃ শ্রুতি মুখার্জী)
মতের বিচার করো, খুব করো।
মানুষের না,
সে তো আস্ত একটা মানুষ গো,
তাকে একফালি মতের আড়ালে ঢেকো না।
তাকে বোঝার চেষ্টা করো,
কারণ, মানুষ মতামত না।
(ছবিঃ শ্রুতি মুখার্জী)
No comments:
Post a Comment