আমি কবিতা পড়ার সময় কবির নাম দেখি না
তা শক্তির কি সুনীলের বা শঙ্খের কি জয়ের,
কি অখ্যাতনামা কারোর।
তা শক্তির কি সুনীলের বা শঙ্খের কি জয়ের,
কি অখ্যাতনামা কারোর।
কি হবে দেখে?
কবিতা মানেই তো ফুটন্ত হৃদয় থেকে নামা
ফ্যান শুদ্ধ গরম ভাত।
কখোনো ফ্যান বেশি, কখোনো কম-
অথবা চাল কখনো একটু দামী- এই তো!
ওতে কিছু যায় আসে না।
কবিতা মানেই তো ফুটন্ত হৃদয় থেকে নামা
ফ্যান শুদ্ধ গরম ভাত।
কখোনো ফ্যান বেশি, কখোনো কম-
অথবা চাল কখনো একটু দামী- এই তো!
ওতে কিছু যায় আসে না।
সবই ধোঁয়া ওঠা গরম ভাতের মত।
এক ক্ষুব্ধ হৃদয়ে জন্মায়, আরেক ক্ষুধার্ত হৃদয়ের
খিদে মেটাবে বলে।
এক ক্ষুব্ধ হৃদয়ে জন্মায়, আরেক ক্ষুধার্ত হৃদয়ের
খিদে মেটাবে বলে।
No comments:
Post a Comment