Thursday, September 18, 2014

একটা উপড়ানো গাছ

রাস্তায় একা হাঁটছিলাম
জঙ্গলের ধারে পেলাম একটা উপড়ানো ফুল গাছ।

বাড়িতে এনে বাগানে লাগালাম।
গাছটা কেঁদে উঠে বলল, "উপড়ে ফেলো"
বললাম,"কেন? ফিরে যেতে চাও বনে?"
বলল
, "না আমি বনের নই, বাগানের।"
অবাক হলাম,
বললাম,"কে উপড়ালো?"
সে বলল, "যে পুঁতেছিল তার বাগানে।"

গাছটাকে নিয়ে গেলাম
যেখানে পেয়েছিলাম।
পেলাম কিছু পায়ের ছাপ।
বললাম,"এই কি সে?"
সে বলল, "হ্যাঁ।"
বললাম, "চলো যাই ওর পায়ের নিশান ধরে
রেখে আসি তার বাগানে।"
সে বলল, "না, রেখে যাও এখানেই।
দেখি কে আসে আগে, সে না মরণ?"

আমি বললাম, "বোকা"
সে বলল, "তাই তো ভালবাসা।"

No comments:

Post a Comment