Thursday, September 18, 2014

২২

 


তুমি আপন প্রভু বিনা
শুধুই বলদ, ঘানি মালিকের কিনা।

ঠাঁই মাগিলে না জ্ঞানীর চরণে
জন্ম হইল জোয়াল স্কন্ধে
মরিবে শ্রান্ত মরণে।

তাড়িত করিছে যমের দন্ড
তার সাথে নিজ লোভ
স্ত্রী- পূত্র- কর্ম- ক্ষমতা লাগি
শিরে ধরিয়াছ এই বোঝ।

তুমি নিজেই নিজ প্রভুরে ত্যাজিলে
আপন ইন্দ্রিয়সুখ লাগি
বপন করিলে পাপের বীজ
ঘুরিয়া মরিলে মিথ্যা আশায়
মিথ্যা মুক্তি লাগি।

খাইছ শঠিত ভুতের খাদ্য
লক্ষ লক্ষ জন্ম ধরি
কবীর কহিছে ওহে সাধু
তুমি তরিতে চাহিছ এ ভব সাগর
সারমেয় লেজ ধরি।

[Sabda 107]


No comments:

Post a Comment