কেউ বুকে আগুন জ্বেলে দগ্ধে গেল?
তুমিও সেই জ্বলন্ত আগুনে
তোমার মশালটা জ্বালাবে?
ছুটবে তার পিছন পিছন,
তাকেও দগ্ধাতে?
তুমিও সেই জ্বলন্ত আগুনে
তোমার মশালটা জ্বালাবে?
ছুটবে তার পিছন পিছন,
তাকেও দগ্ধাতে?
থাক না।
তার চেয়ে সেই আগুনেই তাকে চেনো আরো ভাল করে!
আরো ভালো করে আগুনের কাছে
আনো তার মুখ,
দেখো তার মুখের বলিরেখাগুলো পর্যন্ত্য
স্পষ্ট তোমার সামনে।
তারই জ্বালানো আগুনে
তাকেই চেনো ভাল করে
আরো ভালো করে আগুনের কাছে
আনো তার মুখ,
দেখো তার মুখের বলিরেখাগুলো পর্যন্ত্য
স্পষ্ট তোমার সামনে।
তারই জ্বালানো আগুনে
তাকেই চেনো ভাল করে
কত অচেনা সে!
এরপর যখন তুমি দাঁড়াবে তার সামনে
তখন তোমার চেনা চোখের অচেনা দৃষ্টি
তার অসহ্য লাগবে।
অথচ সে জানতেও পারবে না,
তারই জ্বালানো আগুনে তুমি চিনেছ তাকে।
তখন তোমার চেনা চোখের অচেনা দৃষ্টি
তার অসহ্য লাগবে।
অথচ সে জানতেও পারবে না,
তারই জ্বালানো আগুনে তুমি চিনেছ তাকে।
সে পুড়বে,
এমনকি তখন তুমি না চাইলেও।
এমনকি তখন তুমি না চাইলেও।
No comments:
Post a Comment