Tuesday, September 16, 2014

অভিমান

বুকের মধ্যে একফালি হৃদয় 
আমার মুখের দিকে তাকিয়ে,
অভিমানের সুরে জিজ্ঞাসা করল-
"বাইরে কেন?"

চুপ করে থাকলাম।

ভাবলাম বলি যে-
কি হবে ফিরে?
তুমি যে ভাবে রাতের ঘুম কেড়েছ
পাগল করেছ আমার দিনকে!
আমি তাই পালিয়ে, তোমার থেকে দূরে।

পারলাম না বলতে।


শুধু বললাম ওর মুখের দিকে তাকিয়ে-
আসছি একটু পরে।

No comments:

Post a Comment