Sunday, September 14, 2014

বলা কথা

অনেক কিছু বলতে হয়তো,
কিন্তু বলতে পারোনি।

মাঝে মাঝে কিছু কথা জিভের ডগায় এসে থামে।
ওদের পাশ কাটিয়ে এমন কথা বাইরে আসে
যা হয়তো ঠিক বলতে চাও নি।

চোখ বুজে দেখো।
কারণ অনেক সময় বোজা চোখ, খোলা চোখের চেয়ে দেখে বেশি।

দেখো যা বলতে চেয়েছিলে হয়তো বলা হয়েছে অনেক আগেই।
কারণ অনেক সময় না–বলা কথা
বলা-কথার চেয়ে সত্যি হয় বেশি।

No comments:

Post a Comment