Tuesday, February 9, 2016

আড়ি

মৃত্যুকে কতবার বলেছি আড়ি
যা    যা    যা
নেব না তোকে খেলায়,
 
       যাব না তোর বাড়ি
আড়ি      আড়ি      আড়ি

তবু সে এসেছে
  নির্লজ্জের মত এর ওর হাত ধরে
কি করে চিনেছে প্রতিবারই আমার বাড়ি?
      পাল্টাই না ঠিকানা যতবারই
 তবু দেবে না আড়ি?

এ তো ভীষণ ঝকমারি!


No comments:

Post a Comment